সমুদ্র উপকূলে মিলল অর্ধগলিত লাশ

চট্টগ্রাম •

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার সলিমপুর ইউপির ফৌজদারহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে লাশের পরিচয় জানা যায়নি।

সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পচে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

তবে লাশটি ৪-৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও খবর