সোয়েব সাঈদ, রামু •
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ি ছুরুত আলমের ছেলে জনি (৫)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স। তিনি জানিয়েছেন-শিশু দুটি খেলার ছলে পাশর্^বর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে তাদের মূমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। ২ শিশু শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-