৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ডিএনসি

ফারুক আহমদ • 

কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের অধীনে মাদক বিরোধী অভিযান চালিয়ে  ৪০ হাজার ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়েছে।।রবিবার (২৯ আগষ্ট) ভোরে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের উনচিপ্রাংয়ে পৃথক এ অভিযান  পরিচালনা  করা  হয়।আটককৃত আসামীরা হল উনচিপ্রাং ক্যাম্পের সৈয়দ হোসনের ছেলে জামাল হোসেন ও কুতুপালং ক্যাম্পের ইমান হোসনের ছেলে নুরুল হক।

টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বলেন, এ ব্যাপারে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর