রাজনৈতিক ব্যক্তির সাথে ছবি তুললেই দলের সমর্থক হয় না

কক্সবাজার জার্নাল ডেস্ক:
মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মাদার তেরেসার জন্মদিনে তার শেয়ার করা একটি ছবি নিয়ে গত দু’দিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার মুখোমুখি হন এই টালিউড সুপারস্টার। সেই ছবিতে মাদার তেরেসা এবং প্রসেনজিৎ ছাড়াও ছিলেন আরও দুই জন। তারা অভিনেতার প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায় এবং রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

ইনস্টাগ্রাম, ফেসবুকে এই টালিউড অভিনেতা পুরনো ছবিসহ তার একটি পোস্ট শেয়ার করেন। সেখানে ইংরেজিতে লিখেছেন, ‘আমি সাধারণত সমালোচনার জবাব দিই না। কিন্তু এবার জবাব দিতে বাধ্য হলাম। কারণ এই ছবিতে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের আমি অন্তর থেকে শ্রদ্ধা করি।’

তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি কেটে বাদ দিয়ে শেয়ার করেছেন। শনিবার রাতে তারই জবাব দিলেন প্রসেনজিৎ। তার দাবি, মাদার তেরেসার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতেই এই ছবি শেয়ার করেছিলেন তিনি। কাউকে অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না।

প্রসেনজিৎ দাবি করেছেন, তিনি ছবি কাটেননি। ছবিটি কাটা বা ক্রপ করা অবস্থাতেই কিছু দিন আগে তাকে কেউ পাঠিয়েছিল।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরও খবর