প্রেস বিজ্ঞপ্তি •
উখিয়ার অন্যতম বিদ্যাপীঠ সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ-১৬’র তত্ত্বাবধানে “প্রাক্তন ছাত্র পরিষদ” বিচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২৮শে আগস্ট (শনিবার) সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিউল করিম টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. ছৈয়দ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজলুল কাদের, সোনারপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের।
খেলায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষকসহ স্থানীয় এলাকার ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহাবুব কাউসার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে এত সুন্দর একটি আয়োজন হয়েছে যা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এ ধরণের আয়োজন সমাজের নানা বৈষম্য দূরীকরণে অনেক ভূমিকা রাখবে”।
বিশেষ অতিথি বলেন, “আমি প্রাক্তন ছাত্রদের একই মাঠে এক সাথে দেখে খুব আবেগাপ্লুত হয়েছি”। খেলার মাধ্যমে সমাজকে মাদক থেকে দূরে রাখা যায়। উপস্থিত সবাই উক্ত টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
উক্ত টুর্নামেন্টে ব্যাচ ভিত্তিক ৮টি টিম অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, টুর্নামেন্টের তত্ত্বাবধানে আছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামসুল আলম (ভুলু),ক্রীড়াবিদ নাসির উদ্দিন, সানা উল্লাহ্, শিক্ষক বাবুল আবছার ও কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-