আন্তর্জাতিক ডেস্ক •
কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭০। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ সেনা সদস্য রয়েছে। ওই হামলার জবাবে যুক্তরাষ্ট্রও আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএসের একটি গ্রুপের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে।
এতে এই গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নাঙ্গাহার প্রদেশে আইএস-কে গ্রুপের একজন
‘পরিকল্পনাকারী’কে টার্গেট করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ওই বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালায় আইএস-কে। এর কড়া জবাব দেয়ার প্রত্যয় ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র বলেছে, প্রাথমিকভাবে ইঙ্গিত মিলছে যে, তাদের এ হামলায় আইএসের ‘টার্গেটে’ হিট করা গেছে। এতে আইএস-কে’র এক সদস্য নিহত হয়েছেন।
তবে কোনো বেসামরিক লোকজন নিহত হননি। এর আগে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করে আইএস-কে, যা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স হিসেবে পরিচিত। মূল আইএস থেকে এই গ্রুপের উদ্ভব। আফগানিস্তানে যেসব জিহাদি গ্রুপ আছে, তার মধ্যে এরা সবচেয়ে ভয়ঙ্কর ও সহিংস।
বিবিসির খবরে বলা হয়েছে, এখনও কাবুল বিমানবন্দরে অবস্থান করছে প্রায় ৫ হাজার মার্কিন সেনা। যেসব আফগান দেশ ছাড়ার চেষ্টা করছেন, তারা তাদেরকে সহায়তা করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-