যাত্রীর বুদ্ধিমত্তায় নাফনদে বিকল ট্রলারটি উদ্ধার করলো পুলিশঃ বাঁচলো শতাধিক যাত্রী

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফের নাফনদীতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনগামী ১০০ যাত্রী বোঝাই একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ১ ঘন্টা ভাসমান ছিল।

ট্রলারের থাকা যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে টেকনাফ থানায় দায়িত্বরত ওসি হাফিজুর রহমান’র নির্দেশে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা ১০০ যাত্রীসহ মিয়ানমার জলসীমা ঘেঁষা নাফনদ থেকে ভাসমান অবস্থায় ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে (ওসি) জানান,২৭ (শুক্রবার) দুপুরের দিকে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে প্রায় শতাধিক যাত্রী নিয়ে হিজবুল বাহার নামে যাত্রীবাহি একটি ট্রলার শতাধিক যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উর্দ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রী বোঝাই এই ট্রলারটি শাহপরীর দ্বীপ কাছাকাছি পৌঁছার পর হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর ট্রলারটি ভাসতে ভাসতে মিয়ানমার সীমান্তের দিকে যেতে থাকলে ট্রলারে থাকা যাত্রীরা শৌর চিৎকার করে আত্মীয় স্বজনের কাছে ফোন করে কাঁদতে থাকে।

তাদেরকে উদ্ধার করার জন্য তাদের আত্মীয়-স্বজনরা থানায় ফোন করে সহযোগীতা চাইলে তাৎক্ষনিক শাহপরীর দ্বীপে কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয় যাত্রী বোঝাই ট্রলারটি উদ্ধার করার জন্য।

অবশেষে পুলিশের একটি দল বাংলাদেশ মিয়ানমার নাফনদের মর্ধ্যবর্তী জলসীমা এলাকা থেকে যাত্রী বোঝাই ট্রলারটি উদ্ধার করে শাহপরীর দ্বীপ উপকুলের জেটি ঘাঁটে নিয়ে আসে।

এব্যাপারে বোট মালিক সমিটির সভাপতি মোহাম্মদ রশিদ জানান, টেকনাফ থেকে দ্বীপে ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলার নাফ নদীতে বিকল হয়ে পড়ে। ট্রলারে প্রায় ১০০ জন যাত্রী রয়েছে বলে খবর পেয়েছি।

বিষয়টি জানার পর ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ট্রলারটি টেকনাফ নিয়ে আসার জন্য আরেকটি ট্রলার পাঠানো হয়েছে।

আরও খবর