টেকনাফে মাদক কারবারীদের ফেলে যাওয়া আড়াই লাখ ইয়াবা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফে কর্মরত সদস্যরা সাগর উপকূল সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক এলাকা থেকে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগভর্তী বড় একটি ইয়াবার চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তবে উক্ত অভিযানে মাদক পাচারে জড়িত কোন ব্যাক্তিকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড’র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক (বিএন) জানান, ২৭ আগস্ট(শুক্রবার) দিবাগত রাত ২টার দিকে, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড টেকনাফ শাখায় দায়িত্বরত লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে কোস্টগার্ড’র অভিযানিক একটি দল টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া সাগর উপকুল সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অবস্থান নেয়।

কিছুক্ষন পর দুর সাগর উপকূল থেকে ব্যাগ কাধে করে কয়েকজন ব্যাক্তিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ জনক হলে কোস্টগার্ড সদস্যরা বাঁশি বাজিয়ে দাঁড়ানোর জন্য সংকেত দেয়।

কিন্তু মাদক পাচারে জড়িত অপরাধীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পার্শ্ববর্তী ঝাউ বাগানের দিকে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এরপর ঘটনাস্থল তল্লাশীকে করে ব্যাগ গুলোর ভিতর থেকে ২ লাখ ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড।

কোস্টগার্ড সদস্যরা টর্চ লাইটের মাধ্যমে পালিয়ে যাওয়া একজন মাদক কারবারীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। উক্ত অপরাধীকে আইনের আওতাই নিয়ে আসার জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও খবর