উখিয়ায় মাদ্রাসা ছাত্র খুন!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় হেফজখানায় মোহাম্মদ আরাফাত (৯) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে।

২৬ আগস্ট (বৃহস্পতিবার) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসার হেফজখানায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত জালিয়াপালং দক্ষিণ সোনাইছড়ি এলাকার টমটম ড্রাইভার মো: হাছন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী অপরাপর ছাত্ররা ও স্থানীয়রা জানায়, একই এলাকার সিএনজি ড্রাইভার আলমগীরের বখাটে ছেলে রিফাত (১৬) আরাফাতকে মুখ চেপে ধরে তুলে নিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে খোঁজাখুঁজি করে পাশ্ববর্তী ঝোঁপে আরাফাতকে গুরুতর রক্তাক্ত অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে মৃত বলে ঘোষণা করে।

নিহতের গলায় কয়েকটি ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, নিহত শিশুর পরিবারের সাথে বখাটে রিফাতের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ ছিল বলে জানা গেছে। এ ছাড়াও বখাটেপনার কারণে রিফাতকে ২ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথাও জানা যায়। পুলিশ পলাতক রিফাতের পিতা আলমগীরকে আটক করেছে বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে উখিয়া থানার অফিসার ইনচার্জ এবং তদন্ত অফিসারের ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও খবর