আবদুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল •
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে এক হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
২৬ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর জি/ই/৩-ব্লক থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই যুবক হলেন, চকরিয়ার খুটাখালীর আবুল ফয়েজের ছেলে মোঃ জাবের ও একই এলাকার বলি আমিনের ছেলে মামুনুর রশীদ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌকার মাঠ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাঈমুল হক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-