আবদুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল •
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ৬০ ক্যান বিয়ার ও মাদক ক্রয়-বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করেছে ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
২৬ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের রোহিঙ্গা কালুর শেড থেকে এসব বিয়ার ও টাকা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, কুতুপালং ক্যাম্প পুলিশ রোহিঙ্গা নুর মোহাম্মদের ছেলে ডি ব্লকের বাসিন্দা কালুর শেডে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি বিয়ার ও টাকা পেলে পালিয়ে যায়। পরবর্তীতে শেড থেকে ৬০ ক্যান বিয়ার উদ্ধার করে এবং এসময় মাদক ক্রয় বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এদিকে পলাতক আসামীকে গ্রেফতার অভিযানসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাঈমুল হক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-