৯ রোহিঙ্গা দালালকে আটক করলো এপিবিএন

ডেস্ক রিপোর্ট •

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ রোহিঙ্গা দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাতে ভাসানচার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে এসপি মো. শহীদুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫নং ক্লাস্টারের মো. জুবায়ের, ৬৪নং ক্লাস্টারের রেদোয়ান, মোহাম্মদ সালাম, ৭৭নং ক্লাস্টারের আব্দুর রহমান, ৫১ নং ক্লাস্টারের সৈয়দ করিম, সাইফুল ইসলাম, ২৬নং ক্লাস্টারের শফিউল্লাহ, ৬নং ক্লাস্টারের নজিমুল্লাহ, ৭৮নং ক্লাস্টারের মোহম্মদ সালেহ।

আরও খবর