রামুতে রাতেই ধরা পড়লো দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত ৩ আসামি

মোঃ সাইদুজ্জামান সাঈদ •

রামু থানার আওতাধীন ক্রাইমজোন খ্যাত গর্জনিয়ায় অভিযান পরিচালনা করে ৩ আসামিকে আটক করলো গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।

২৫ আগস্ট বুধবার ভোররাতে ফাঁড়ির আইসি মোহাম্মদ ফরহাদ আলীর দিক নির্দেশনায় এএসআই মোহাম্মদ নোমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ সাজা পরোয়ানাভুক্ত কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলী জানান,গর্জনিয়ার জাউচপাড়া এলাকার জিআর ৫৪/১৪ ৬ মাসের সাজাভুক্ত পলাতক আসামি মৃত কবির আহমদের পুত্র সন্ত্রাসী মোঃ ফারুক ও শাহ মোহাম্মদ পাড়ার পুর্ব জুমছড়ি এলাকার আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বনখেকো আলী আহমদের পুত্র আবদুন নবী (৩৭) এবং পূর্ব বোমাংখিল গ্রামের ৩ মাস বিনাশ্রম কারাদন্ড সাজাভুক্ত পরিবারিক মামলা নং ৩৯/০৫ এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত জিআর মামলা ৭/১৯ আসামি হাজী সোলতান আহমদের পুত্র মৌলভী শামসুল ইসলাম বাবুল দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকলেও চৌকস এ এস আই মোহাম্মদ নোমান উদ্দীনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ধরা পড়ে।

এদিকে তিন আসামিকে বিশেষ কায়দায় গ্রেপ্তারের ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়াও অপরাধী গ্রেপ্তারে এএসআই মোহাম্মদ নোমান উদ্দীনের ভূয়সী প্রশংসা ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

আরও খবর