ইয়াবায় ঝুঁকছে উঠতি বয়সী কিশোর: এবার উখিয়ায় আটক ১

এন.এইচ নীরব, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় ৩ হাজার ৫শ ৫০ পিস ইয়াবাসহ এক কিশোর মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

২৫শে আগষ্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজার থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক পাচারকারী রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার শাহ আলমের পুত্র মোহাম্মদ তারেক (১৬)।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে বলেন, গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল উপজেলার কোটবাজার স্টেশনে অভিযান পরিচালনা করলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আইনের সহিত সংঘাতে জড়িত কিশাের অপরাধী মােহাম্মদ তারেককে ধৃত করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত অপরাধীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৩ হাজার ৫শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, জিজ্ঞাসাবাদে ধৃত অপরাধী দীর্ঘদিন যাবৎ ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

আটককৃত অপরাধীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

আরও খবর