বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলামসহ পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি •

কক্সবাজার পৌর আওয়ামী লীগ উদ্যোগে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের পিতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, তাঁর সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় তাদের দ্রুত সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মদ শামীম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক উজ্জ্বল কর, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আসিফ উল মওলা, সাইফুল ইসলাম চৌধুরী, ডাঃ পরিমল কান্তি দাশ, সেলিম নেওয়াজ, মিজানুর রহমান, শাহ নেওয়াজ চৌধুরী, এবি সিদ্দিকী খোকন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, সাধারন সম্পাদক আবু আহাম্মেদ, ৫নং ওয়ার্ড সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজু, ৬নং ওয়ার্ড সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ৮নং ওয়ার্ড সভাপতি দোলাল দাশ, ৯নং ওয়ার্ড সাধারন সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রাশেদুল ইসলাম ডালিম, মোরশেদ চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা সোহেল রানা, আমির উদ্দিন, আবুল কালাম, জিল্লু রহমান কাজল, আবছার উদ্দিন, আবুল কাসেমসহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন লাল দিঘী জামে মসজিদের পেশ ঈমাম ইউনুছ ফরাজি।

আরও খবর