শাহীন মাহমুদ রাসেল •
কক্সবাজার সদরের খরুলিয়ায় মিনিবাস ও ব্যাটরি চালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।
এসময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২০)। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মোহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো এসময় বিপরিত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-