পেকুয়া প্রতিনিধি •
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত জয়নাল আবেদীন হত্যা মামলার অন্যতম আসামি মগনামা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুর মুহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার চকরিয়ার খুটাখালীস্থ কচ্ছপিয়া এলাকা থেকে হাইওয়ে পুলিশের সহায়তায় পেকুয়া থানা পুলিশ নুর মুহাম্মদকে গ্রেফতার করে।
মঙ্গলবার মামলার বাদী নিহত জয়নালের ভাই আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিরুজ্জামান বলেন, আমার ভাই জয়নালকে নির্মমভাবে হত্যা করে নুর মুহাম্মদসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা। মূল আসামিসহ হত্যাকাণ্ডে জড়িত পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, এ মামলার এজাহারনামীয় আসামি নুর মুহাম্মদ চকরিয়ায় আত্মগোপনে ছিলেন। সেখানে আমরা সোর্স লাগিয়ে তার অবস্থান শনাক্ত করে চকরিয়া হাইওয়ে পুলিশের সহায়তায় গ্রেফতার করেছি। তাকে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
নুর মুহাম্মদ পেকুয়া উপজেলার মগনামা ইউপির সাতঘর পাড়া এলাকার মৃত আবদুল মালেখের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমানের বড় ভাই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-