উখিয়া থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার: কক্সবাজারের যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ এক যুবক গ্রেফতার হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম সাদমান শিহাব।

সূত্রে জানা যায়, ২৪ আগষ্ট বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে উখিয়ার পালংখালীর ৫নং ওয়ার্ডস্থ সাবুল্লাঘাটা নামক স্থানে জনৈক জসিম উদ্দিনের টমটম গ্যারেজের সামনে হতে আসামী কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে মোঃ সাদমান শিহাব (২৫) এর হেফাজত হতে চোরাইকৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর