সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে রিদোয়ানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার(২৪) বিকেলে সোনারপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সাধারণ জনতা অংশ নেয়।
নিহত রিদুয়ানের ছোটভাই হাকান বলেন,আমার বড়ভাইকে স্থানীয় ইউছুপ,ইউনুছ ও জসিম পরিকল্পিতভাবে সুপারি বাগানে ডেকে নিয়ে মারধর করে হত্যার পর বিদ্যুতের শর্ট লাগিয়ে হত্যা করে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক প্রশাসন সহ সবার নিকট এরকম নৃশংস হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান,রিদোয়ান অত্যন্ত ভদ্র,নম্র যুবক ছিলেন। হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক হত্যাকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে সোনারপাড়া বাজার ব্যবসায়ী,এলাকার গণমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২২ আগস্ট নিহত রিদোয়ানের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-