চট্টগ্রাম •
কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে বোয়ালখালীর কড়লডেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, বোয়ালখালীর পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে এসব রোহিঙ্গাদের দিয়ে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে আসছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে। তিনি বলেন, আটক রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।
এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল বোয়ালখালী থানা পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-