গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে খুচরা মাদক কারবারে জড়িত দুই যুবক আটক হয়েছে।
আটক দুই যুবক হচ্ছে, উখিয়া উপজেলা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প বসবাসরত বাসিন্দা রোহিঙ্গা জাফর আলম’র পুত্র মো.নুর (২৪) ও টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড খাংকার ডেইল এলাকার আব্দুল মাবুদ’র পুত্র আব্দুল করিম(২৮)।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানায় কর্মরক (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৪ আগস্ট (মঙ্গলবার) দিবাগত গভীর রাত ২টার দিকে এসআই আবু সাইদ’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল পৌরসভা জালিয়াপাড়া এলাকা থেকে খুচরা মাদক পাচারকারী মটর সাইকেল আরোহী দুই যুবকের দেহ ও মটর বাইকটি তল্লাশী করে ৪শত পিস ইয়াবা,৪টি বিদেশী বিয়ারের ক্যান উদ্ধার করে এবং মাদক পাচারে জড়িত দুই যুবককে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক বহনে ব্যবহার হওয়া মটর সাইকেলটি জব্দ করা হয়।
আটক দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-