এম.এ আজিজ রাসেল •
করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসন।
সমুদ্র সৈকত উন্মুক্ত হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নানা সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এবার সৈকতে ঘুরে ঘুরে পর্যটকদের জনসচেতনতা তৈরিতে মাস্ক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার নানা কর্মসূচি গ্রহণ করেছে। যার অংশ হিসেবে জেলাব্যাপী ৪৮ হাজার মাস্ক বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মনিটরিং দল। মাস্ক ছাড়া কাউকে সৈকতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়সহ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-