এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে ওমর ফারুক (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বেগম আয়েশা উচ্চ বিদ্যালয়ের মাতামুহুরী নদী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওমর ফারুক ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার মাহামুদুর রহমান বলেন, সোমবার সকালে কাপড় ও আসবাবপত্র ধঁুতে মা’র সাথে মাতামুহুরী নদীতে যায় শিশু ওমর ফারুক। মা কাপড় ধোঁয়ার কাজে ব্যস্ত থাকার এক ফাঁকে ওমর ফারুক নদীতে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন অনেকক্ষণ খোঁজাখুজি করেও নিখেঁাজ শিশুর কোন সন্ধান পায়নি।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, মাতামুহুরী নদীতে ডুবে শিশু নিখেঁাজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও শিশু ওমর ফারুকের সন্ধান মেলাতে পারেনি।
তিনি আরও বলেন, নিখেঁাজ শিশুকে উদ্ধারের জন্য চট্টগ্রামের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। তারা আসলে আবারও খোঁজাখুঁজির কাজ শুরু হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-