ফুটবল খেলার সময় বজ্রাঘাতে ৪ কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক •

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে চার কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও তিন কিশোর।

সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে সদরের ৮ নম্বর উপশহর এলাকার ব্লক মাঠে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬)। আহতরা হলো—সাজু (১৭), মমিনুল (১৬) ও হাসান (১৬)।

স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে ৮নং ফুটবল মাঠে বৃষ্টিতে ফুটবল খেলছিল ওই কিশোররা। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেক জন মারা যায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই জনকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

আরও খবর