কক্সবাজারে সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার!

মুকুল কান্তি দাশ,চকরিয়া •

লাশ- ফাইল ছবি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ আগষ্ট) সকালে চকরিয়ার ফাঁসিয়াখালীর জাপান-টোবাকো সংলগ্ন মহাসড়কের পাশে এর ক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। ওই নারীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর হতে পারে বলে জানান পুলিশ।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সকালের দিকে সড়কের পাশে এক নারী পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে গিয়ে দিখে পড়ে থাকাটা নারীটি মৃত। ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে জানানো হয়। চকরিয়া থানার একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ওই নারীর কপালে জখমের চিহৃ রয়েছে। মনে হচ্ছে কেউ মেরে থাকে এখানে ফেলে রেখে পালিয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অজ্ঞাত নারীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সরতহাল রির্পোটে ওই নারীর কপালে জখমের চিহৃ দেখা পাওয়া গেছে।

তিনি আরো বলেন, পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গার নিয়েছে পরিচয় সনাক্তের জন্য। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

আরও খবর