কক্সবাজারে কিশোর গ্যাং লিডার, ৭ মামলার আসামী বাদশা আটক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

শহরের শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার, ৭ মামলার আসামী সাগর বাদশা’কে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি টিম শুক্রবার ২০ আগস্ট সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের দিকে শহরের টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুর্ধষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সাগর বাদশা কক্সবাজার পৌরসভাধীন পূর্ব চাউলবাজার ফুলবাগ সড়ক এলাকার শহীদ মাঝি’র পুত্র।

তাকে কক্সবাজার সদর মডেল থানার মাধ্যমে শনিবার ২১ আগস্ট আদালতে চালান দেওয়া হয়েছে।

কূখ্যাত সন্ত্রাসী সাগর বাদশা’র বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই মাদকসহ মারামারির ৭ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন।

আরও খবর