ডেস্ক রিপোর্ট •
কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় অর্ধগলিত মৃতেদেহ উদ্ধার করেছে নৌ-বাহিনীর সদস্যরা।
শুক্রবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে বিকালে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, শুক্রবার নৌবাহিনী কর্তৃক সাগর থেকে উদ্ধারকৃত অর্ধগলিত আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষের মৃতদেহ থানায় হস্তান্তর করা হয়েছে বিকালে।
ধারণা করা হচ্ছে অন্তত ৪ দিন আগে সাগরে ডুবে যাওয়া কোন জেলের মৃতদেহ হবে এটি।
ময়না তদন্তের জন্য মৃতদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-