এবার ১ লক্ষ ৭১ হাজার ইয়াবাসহ স্কুল দপ্তরি আটক

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি •

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লক্ষ ৭১ হাজার ইয়াবাসহ উছালা মার্মা পিন্টু (৩৫) নামক কারবারি আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যাপাড়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।

আটক উছালা মার্মা পিন্টু সোনাইছড়ি ইউনিয়নের হাই স্কুলের দপ্তরী।

এসব তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, স্কুলের দপ্তরী উছালা মার্মা পিন্টু কৌশলে মাদক কারবারে করে আসছিল বলে অভিযোগ করে স্থানীয়রা। বিভিন্ন সুত্রের মারফর খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালােনা হয়। তার সিন্ডিকেটে আরো কারা জড়িত তা তদন্ত চলছে। মাদক কারবারীদের কোন ছাড়া নেই। অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর