ইমাম খাইর •
কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রিচার্ড (৫০) নামক বিদেশি নাগরিক।
শুক্রবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি কেনিয়ার বাসিন্দা এবং ডেনিস রিফিউজি কাউন্সিল (ডিয়ারসি) কক্সবাজার অফিসের ম্যানেজার।
মিঃ রিচার্ড বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাতে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ শাহীন আব্দুর রহমান চৌধুরী।
তিনি জানান, মিঃ রিচার্ড করোনা আক্রান্ত হয়ে মারা যান। লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। এখনো তার বিস্তারিত পরিচয় হাতে আসেনি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি হস্তান্তর করা হবে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-