রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তের সুপারিশ

কক্সবাজার জার্নাল ডেস্ক:


১৯আগস্ট বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এনজিও প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় কক্সবাজারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ইউনিয়ন পরিষদগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করেন। ভার্চুয়ালে ৫০টিরও বেশি এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, ‘দুর্যোগে স্থানীয় জনপ্রতিনিধিরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান। কর্মসূচি প্রণয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা আবশ্যক।’

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ব্যবস্থাপনায় আসা মানবিক ও উন্নয়ন সহায়তার কার্যকর স্থানীয়করণ নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে স্থানীয় পর্যায়ে এর জবাবদিহিতাও।’

তিনি আরও বলেন, ‘অর্থ সহায়তার কার্যকর ব্যবহার ও সংকটের টেকসই সমাধানে স্থানীয় এনজিও-সুশীল সমাজের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনস্বীকার্য।’

এ সময় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, ‘যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে ইউনিয়ন পরিষদ সবার আগে প্রত্যক্ষ শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তবে আমাদের ইউনিয়ন পরিষদগুলোর কাঠামোগত কিছু দুর্বলতা রয়ে গেছে। এই দুর্বলতা কাটাতে জাতীয় নীতি-কাঠামোতে কিছু পরিবর্তন প্রয়োজন।’

তিনি বলেন, ‘নীতিগত সহায়তা পেলে ইউনিয়ন পরিষদ যেকোনো দুর্যোগে কার্যকর ও টেকসই ভূমিকা পালন করতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় উপজেলা পরিষদগুলোকে এসব ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন জাগো নারী সংস্থার প্রধান নির্বাহী শিউলি শর্মা।
জাগোনিউজ২৪

আরও খবর