কক্সবাজারে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু!

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৪ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের দুইগুণ ২২৭ জন সুস্থতা লাভ করেছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২০ হাজার ৮৪১ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৯৪ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়,গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১১৪ জন।

আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ১৫ জন,উখিয়ার ৩৮ জন এবং টেকনাফে ৩৭ জন রয়েছেন। এর আগের দিন এ সংখ্যা ছিল ১০৪ জন।

আর এ সময়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এ মৃত্যু হলো।

বৃহস্পতিবার ৩ জনসহ জেলায় মোট মৃত্যূবরণ করেছেন ২৪৭ জন। এর মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ১০৯ জন, উখিয়ায় ৪৬ জন,চকরিয়ায় ২৮ জন,টেকনাফে ২৪ জন,রামুতে ২০ জন,পেকুয়ায় ১০ জন, মহেশখালীতে ৬ জন এবং কুতুবদিয়ায় ৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৩ জন করোনা রোগীর মৃত্যূ হয়েছে এবং সুস্থ হয়েছেন ২২৭ জন। বর্তমানে ৪৫৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

আর জেলায় করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৪১ জন।মোট মৃত্যূবরণ করেছেন ৩০ রোহিঙ্গাসহ ২৪৭ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৯৪ জন।

রোহিঙ্গা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৩১ জন। এর মধ্যে উখিয়ায় ২ হাজার ২৯০ জন এবং টেকনাফে ৫৪১ জন।

আরও খবর