টেকনাফে মাহফিলের মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি •

টেকনাফের হ্নীলায় পবিত্র আশুরা উপলক্ষে মসজিদে বিশেষ ওয়াজ মাহফিলের মাইক লাগাতে গিয়ে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

জানা যায়, ১৯আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১টারদিকে হ্নীলা উত্তর আলীখালী জামে মসজিদের ছাদে আশুরা উপলক্ষে ওয়াজ মাহফিলের মাইক লাগানোর একপর্যায়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দক্ষিণ রঙ্গিখালীর রশিদ আহমদের পুত্র বশির আহমদ (১৬) মুমূর্ষ হয়ে পড়ে ছাদ থেকে মাটিতে পড়ে যায়।

পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে বিকালের দিকে সে মৃত্যুবরণ করে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

নিহতের বড় ভাই দেলোয়ার জানান,মসজিদ মাইক লাগাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আমার ভাই মারা যায়।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বিষয়টি নিহতের পরিবার থেকে আমাকে অবহিত করা হয়েছে। পরিবারের পক্ষ টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর অনুমতি স্বাপেক্ষে নিহতের লাশ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও খবর