পেটের ভেতরে ইয়াবা পাচারকালে নারীসহ গ্রেফতার ২

ঢাকা •

পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে এক নারীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার বিকেলে র‌্যাব-১১ মিডিয়া অফিসার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা। এ সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ২৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, শামসুন্নাহার আক্তার শারমিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকার মৃত শামসুল হকের মেয়ে ও মো. সোহাগ ইসলাম একই জেলার সদর মডেল থানাধীন তামাকপট্টি এলাকার মৃত মিসির আলী ছেলে।

র‌্যাব প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানতে পারে, আসামিরা দীর্ঘদিন ধরে পেটের ভেতরে করে ইয়াবা পাচার করে আসছিল। এছাড়াও তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করছিল।

আরও খবর