চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে মোহাম্মদ হাসান (৭) নামে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান চকরিয়া পৌরসভার হালাকাকারা মৌলভীরচর এলাকার আলী আকবরের ছেলে এবং চিরিঙ্গা এমদাদিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল করিম বলেন, বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মাদ্রাসা মাঠে খেলা করার সময় ওই শিশুকে ভিমরুল কামড় দেয়। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যায় হাসান।

আরও খবর