টেকনাফে ইয়াবাভর্তী ট্রাকসহ ২ পাচারকারী আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ সড়কে বিজিবি সদস্যরা তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা বহনকারী একটি ট্রাকসহ মাদক পাচারে জড়িত ২ জনকে আটক করেছে।

টেকনাফ ২ বিজিবি তথ্য সূত্রে জানা যায়, ১৭ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ ২বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপি চেকপোস্টে কর্মরত সদস্যরা কয়েকজন রোহিঙ্গা বোঝাই কক্সবাজারগামী একটি ট্রাক চেকপোস্টের সামনে আসলে উক্ত ট্রাকটি তল্লাশী অভিযান পরিচালনা করার সময় ট্রাক চালকের আচরণ সন্দেহজনক হলে ট্রাকের বনেট খুলে এয়ার ফিল্টার ও রেডিয়েটরের পেছনে অভিনব কায়দায় ফিটিং করে রাখা ১৯ হাজার ১৫২ পিস ইয়াবা পাওয়া যায়।

এসময় ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে ট্রাক চালক ও এক নারী মাদক পাচারকারীকে আটক করে বিজিবি। বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালানটির বাজার মুল্য ৫৭ লক্ষ, ৪৫ হাজার, ৬শ টাকা।

আটক দুই পাচারকারী হচ্ছে, হ্নীলা ইউপি মোচনী মো. লতিফ আহমদের পুত্র চালক মোঃ হেলাল উদ্দিন (৩৩), চট্রগ্রাম সীতাকুন্ড এলাকার মৃত অলি আহমদ’র মেয়ে খালেদা বেগম (৩৯)।

আটক এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি)।

তিনি জানান, আটক দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মাদক বহনকারী ট্রাক ও ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর