চকরিয়ায় আওয়ামিলীগ নেতাকে গুলি করে হত্যা

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •


চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন নোবেল সিকদারকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্ততঃ ১০ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব বড় ভেওলার সিকদার পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড বলে জানিয়েছে স্থানীয়রা।

আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন নোবেল ইতিপূর্বে চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ছিলেন বলেও জানা গেছে।

এ ঘটনায় আহতরা হলেন- জাফর আলম (৪৯), জাহিদুল ইসলাম (২৫), সরোয়ার হোসেন (৪০), মোহম্মদ শফি (৩৯), আজিজুল হক (৪৮), মিজানুর রহমান (৩০), আবুল কালাম (২২), নুরুল কাদের (৪৫)। তারা সবাই একই ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ ফয়সাল জানিয়েছেন, গুলিবিদ্ধ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার পুলিশ খবর পেয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তথ্য সংগ্রহ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে, জড়িতদের ছাড় দেয়া হবে না বলেও পুলিশ জানিয়েছেন।

আরও খবর