কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
১৭আগষ্ট (মঙ্গলবার) উপজেলার রাজাপালং জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি ঐ এলাকার মৃত বাহার মিয়ার পুত্র মোঃ শাহাজাহান।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেসার্স উখিয়া বিল্ডার্স’র সামনে থেকে ৯ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে তা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-