যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ শেষ হতে চলছে:জো বাইডেন

কক্সবাজার জার্নাল ডেস্ক:


তালেবান ক্ষমতা নেয়ার পরও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাফাই গাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কাবুল পতনের ঘটনায় প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দায়ী করে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে বাইডেন ঘোষণা করেন, আফগান জনগণের পাশেই থাকবে ওয়াশিংটন। কূটনীতি ও আঞ্চলিক প্রভাবের মাধ্যমে তারা অস্থিতিশীলতা ঠেকাতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

বাইডেন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তারা আরও ৬ হাজার সৈন্যকে আফগানিস্তানে পাঠিয়েছেন। এই সৈন্যদের কাজ হবে মার্কিন নাগরিক এবং তাদের সহযোগীদের আফগানিস্তান ত্যাগ করতে সাহায্য করা। আর এই কার্যক্রম শেষ হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ হবে বলে জনান তিনি।

আফগানিস্তানের রাজনৈতিক পালাবদলের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি।

সোমবার (১৬ আগস্ট) রাতের ভাষণে বাইডেন বলেন, চিরদিন এই যুদ্ধে থাকার সুযোগ ছিলো না।

বাইডেন স্বীকার করেন তার ধারণার চেয়েও দ্রুত পটপরিবর্তন হয়েছে। যারা আফগানিস্তান ছাড়তে চায়, তাদের সাহায্য করতে পরিকল্পনাও ঘোষণা করেন তিনি।

আরও খবর