শোক দিবস উপলক্ষে টেকনাফ থানা পুলিশের বৃক্ষরোপণ!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন করেছে।

জানা যায়, ১৬ অগাস্ট (সোমবার) দুপুরের দিকে ঐতিহাসিক মাথিন কুপ সংলগ্ন প্রাকৃতিক দৃর্শ্যেঘেরা ফুল বাগানে বিভিন্ন প্রকার ফলের গাছ রোপন সম্পন্ন করেছে।

বৃক্ষরোপন অনুষ্টানে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার (ওসি) মো. হাফিজুর রহমান,ওসি (অপারেশন) খোরশেদ আলম,এস আই আব্দুল বাতেনসহ পুলিশ সদস্যরা।

ওসি বলেন, মহান স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বৃক্ষ প্রেমিক। তাই আমরা বঙ্গবন্ধুর সেই স্মৃতিময় দিন গুলো বুকে ধারণ করে রাখা এবং জাতির পিতার আত্মার শান্তি কামনা করে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

আরও খবর