এবার পাহাড় কাটায় ২ জনকে ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম •


চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় ২ জনকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

তারা হলেন- কাঁঠালবাগান এলাকার মো. বাহার উদ্দীন, বায়েজিদের মো. শামসুদ্দীন বাদল।

সোমবার (১৬ আগস্ট) নগরীর খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানির পর এই জরিমানা করা হয়েছে।

এছাড়া হাটহাজারী এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় মুহাম্মদ দস্তগীর আলম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটায় ২ জনকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় মুহাম্মদ দস্তগীর আলম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাদের জরিমানার টাকা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

আরও খবর