গফুর মিয়া চৌধুরী, উখিয়া •
কাপেটিং সড়কের উপর তথাকথিত এনজিও’র হাসপাতাল! এটা কি সভ্যতা? নাকি মানবতার নামে অমানবিকতা? সড়কটির স্হান কক্সবাজারের উখিয়া কলেজের পিছনে পুর্ব- দক্ষিণ হয়ে এন্ড টি এলাকায়।
প্রায় দুই বছর ধরে সড়কটি জবর দখল করে রেখেছে কথিত হাসপাতাল নামধারী নাম সর্বস্ব ক্লিনিক। সড়কটি ব্রিটিশ আমল থেকে বিদ্যমান। জনচলাচলের অতি গুরুত্বপুর্ণ এ সড়ক দিয়ে পুরো রাজাপালং ইউনিয়নের সর্ব সাধারণ সহ প্রায় ৫০ টি গ্রামের মানুষ চলাচল করে আসতো।
একই সাথে এ সড়কটি মহা সড়কের সাথে সংযোগ সড়ক হওয়ার দরুণ উখিয়া কলেজ, মহিলা কলেজ, কুতুপালং উচ্চ বিদ্যালয়, টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ্ দাখিল মাদ্রাসা, লম্বাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দরগাহ বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্যা ছাত্রছাত্রীসহ মক্তব ফোরকানিয়ার শিক্ষার্থীরা চলাচলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।
পাশাপাশি পাশ্বর্বতী গ্রামবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি দেখার কেউ বল্লেই মনে করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে ও ভুক্তভোগী সম্মানিত ব্যক্তি বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা রফিক উদ্দিন হাসেমী অভিযোগ করে বলেন, আমাদের এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র কার্পেটি সড়কের উপর একটি এনজিও কথিত হাসপাতাল বসিয়ে রাস্তা বন্ধ করার বিষয়টি খুবই দু:খ জনক ঘটনা।
আমরা এলাকাবাসী স্হানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে জানানোর পর ও কোন সুরাহা পায়নি। তিনি বিষয়টি অমানবিক ও মানবাধিকার লংঘনের শামিল বলে মনে করেন। একই সাথে সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে এলাকাবাসী মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-