কক্সবাজার জার্নাল ডেস্ক:
প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগ ও রাজধানী কাবুল অধিকার করে নেওয়ার পর আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান।
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস সূত্র ওই তিন বাংলাদেশির কারাগার থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে
এর মধ্যে সেখানকার কারাগারের দরজা খুলে দেওয়া হয়েছে। আর এই সুযোগে কারাগার থেকে পালিয়ে গেছেন তিন বাংলাদেশি কারাবন্দী।
তারা হলেন- খুলনার দৌলতপুর উপজেলার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের কাওসার সুলতানা ও ফেনীর ফুলগাজীর উবাইদুল্লাহ হারুন।
তাদের অপরাধ সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন, তারা অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আবার কেউ বলছেন, ওই তিনজনসহ মোট চার বাংলাদেশিকে তালেবানকে সহায়তার অভিযোগে কয়েক বছর আগে কারাগারে পাঠানো হয়েছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-