ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে, ঘটনাস্থলে প্রাণ গেলো ৬জনের!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় সিএনজির দুই নারীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে। নিহতদের ময়নাতদন্তদের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সকলেই একটি বেসরকারি কারখানার শ্রমিক বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৬ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলো ট্রাকটি। নছরতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির ৬ আরোহী। গুরুতর আহত হোন একজন।

আরও খবর