শোক দিবস উপলক্ষে ইনানীতে দুই সেচ্ছাসেবী সংগঠনের রক্তদান কর্মসূচি সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি •

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন প্রতিজ্ঞা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন কক্সবাজার ও ইনানী ইসলামী যুব ঐক্য পরিষদ।

এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল ১৫ (আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী ইনানী চারা বটতলী এস.আলম মার্কেটে মাওলানা জাকের উল্লাহ ফার্মেসীর সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু এবং বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান

বক্তব্যে তিনি মাদক ও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সংশোধন হতে না পারলে ইনানী ছেড়ে নিজেদের পালিয়ে যাওয়ার জন্য বলেছেন, অন্যথায় ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইনানীকে মাদক ও অপরাধ মুক্ত করার জন্য সকলের কাছে আন্তরিক সযোগিতা চেয়েছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন বাপ্পী সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আয়োজকরা জানান, তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।

আরও খবর