শোক দিবসে ৬৩০ গরীব-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ টেকনাফ ২ বিজিবির

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ •


স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ৬৩০ গরীব-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ আগষ্ট) দুপুর ১২টায় টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার গরীব-দুঃস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় হ্নীলা বিওপি এলাকার হ্নীলা হাইস্কুল মাঠ ২০০ জন ও টেকনাফ বিওপি এলাকার জেটি ঘাটে ১০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

এতে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়াটার মাষ্টার মোঃ নুরুল হুদা ও স্থানীয় মিডিয়া কমীরা।

এছাড়া হোয়াইক্যং বিওপি এলাকার হোয়াইক্যং চেকপোষ্ট সংলগ্ন মাঠে ১৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ রুবায়াৎ কবীর।

তাছাড়া শাহপরীর দ্বীপ বিওপি সংলগ্ন বেড়ী বাধে ১৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল)।

সেন্টমাটিন দ্বীপ বিওপির লাইট হাউজ অফিস সংলগ্ন মাঠে ৩০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ক্যাপ্টেন মোঃ মাসুদ রানা ।

এসময় স্ব স্ব বিওপির কোম্পানী কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কমীরা উপস্থিত ছিলেন।

আরও খবর