কক্সবাজার জার্নাল ডটকম •
৩৪ বিজিবি এর রেজুখাল যৌথ চেকপোষ্টে একটি পিকআপ ভ্যান তল্লাশী চালিয়ে ১১ হাজার ৩’শ ৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে দুইজনকে।
শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা আটটার দিকে রেজুখাল যৌথ চেকপোষ্টে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে পিকআপ ভ্যানটি।
আটককৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়ার শাহারবিল এলাকার মো: কামাল উদ্দিনের ছেলে মো: জিয়াবুল হক (২৩) এবং পশ্চিম ভাটাখালী এলাকার জাকির হোসনের ছেলে মো: ইমরান (২৬)।
৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবি জানতে পারে যে একটি পিকআপ ভ্যান করে ইয়াবা পাচার হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুখাল যৌথ চেকপোষ্টে একটি পিকআপ ভ্যান তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-