সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহত স্বজনদের শ্রদ্ধা নিবেদন করেছেন উখিয়া উপজেলা প্রশাসন।
রবিবার(১৫আগস্ট) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উখিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু ও স্বপরিবারে নিহত সবার আত্নার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতোনা। ১৯৭৫সালের ১৫আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। মরহুমদের রুহের মাগফেরাত কামনা করি। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি),উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উখিয়া থানার অফিসার ইনচার্জ,প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এদিকে শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে সকাল ৯টার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ,মসজিদ, মন্দির,গীর্জায় প্রার্থনা করা হয়।
আলোচনা সভা পবিত্র কুরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু হয়। সভা সঞ্চালনা করেন মেধু বড়ুয়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-