শোক দিবসে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহত স্বজনদের আত্নার মাগফেরাত কামনায় কক্সবাজার পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা হলরুমে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন আলিফ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাফর আলম বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতোনা। ১৯৭৫সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং আত্নার মাগফেরাত কামনা করি।

শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ। এর মধ্যে আলোচনা সভা,মসজিদে প্রার্থনার কর্মসূচি সম্পন্ন হয়েছে। কাঙালি ভোজসহ বিভিন্ন কর্মসূচির কথা জানান ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান কাসেমী।

আরও খবর