সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহত স্বজনদের শ্রদ্ধা নিবেদন করেছেন উখিয়া উপজেলা প্রশাসন।
আজ সকালে উখিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উখিয়া থানার অফিসার ইনচার্জ, প্রশাসনিক,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে সকাল ৯টার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও মসজিদ, মন্দির,গীর্জায় প্রার্থনার কর্মসূচি নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-