উখিয়ায় এবার লুঙ্গিতে মোড়ানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারে উখিয়ায় অভিযান চালিয়ে ফের মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি)।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজাপালংয়ের জালিলেরগােদা আমবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে জালিলেরগােদা আমবাগান নামক স্থানে অভিযান চালিয়ে লুঙ্গী দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান আলী হায়দার আজাদ আহমেদ।

উল্লেখ্য , কক্সবাজার ব্যাটালিয়ন ( ৩৪ বিজিবি ) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরােধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৯০ কোটি ৩৪ লক্ষ ৭০ হাজার একশত টাকা মূল্যের ৩০ লাখ ১১ হাজার ৫শ ৬৭ পিস ইয়াবাসহ ১৫২ জন আসামী আটক করে।

আরও খবর